Friday, May 23, 2014

Android phone password

এ্যানড্রইডের পাসওয়ার্ড রিসেট করুন আপনি নিজেই

 
আপনি চাইলে নিজেই আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারেন খুব সহজে-

১. প্রথমে ফোনটি বন্ধ করে নিন,
২. এরপর ভলিউমের বাটন দুটিকে একসাথে চেপে ধরুন,
৩. এবার পাওয়ার বাটনটি চেপে ধরে রাখুন, যতক্ষণ না পর্যন্ত ফোনটি চালু হয়,
৪. দেখবেন চারটি অপশন আসবে,
৫. রিসেট ফ্যাক্টরি সেটিংস্-এ চাপুন ।
(এটি করার জন্য ভলিউমের বাটন দুটি এবং পাওয়ার বাটনটি ব্যবহার করুন)
৪. এখন কিছুক্ষন অপেক্ষা করুন, ফোনটি পুনরায় চালু হওয়া পর্যন্ত ।

ধন্যবাদ।

 

No comments:

Post a Comment