যে কোন জাভা সেটে বাংলা সংবাদ পত্র পড়ুন
মুঠোফোনে বাংলা সংবাদপত্র পড়ার জন্য একটি জাভা সফটওয়্যার হল মোবাইলপেপার। মোবাইলপেপার হচ্ছে মুঠোফোনের সর্বপ্রথম সফটওয়্যার যা কিনা বাংলা বর্ণমালা সঠিকভাবে দেখাতে পারে।জাভা সর্মথিত মুঠোফোনের জন্য আর্কলাইট সিষ্টেমস লিঃ একটি নতুন বাংলা ফ্রন্ট তৈরি করেছে। আপনার মুঠোফোনে বাংলা ইউনিকোড সর্মথিত হোক আর নাই হোক এটি যে কোন জাভা সর্মথিত মুঠোফোনে নির্ভুলভাবে কাজ করে।এটি একদম নতুন জাভা সফটওয়্যার তাই প্রথমে এখানে ২ টি পত্রিকা দিয়ে শুরু করা হয়েছে। ১, আমারদেশ এবং ২, প্রথম আলো
Features:-
- - যে কোন জাভা সর্মথিত মুঠোফোনে চলে।
- - ছবিসহ খবর সর্মথন করে।
- - সর্বনিম্ন ডেটা খরচ। (১০০ কিলোবাইটের নিচে)
- - সয়ংক্রিয়ভাবে আপডেট হ্য় যেহুতু এটি ওয়েবসাইট থেকে খবর সংগ্রহ করে।
- - মুঠোফোনের ওয়াপ ব্রাউজার এর চেয়ে দ্রুত।
No comments:
Post a Comment