Saturday, May 24, 2014

১৫০ টি দেশের মুদ্রার বর্তমান দাম জানুন আপনার মোবাইল থেকে……..

১৫০ টি দেশের মুদ্রার বর্তমান দাম জানুন আপনার মোবাইল থেকে……..

Take-2-180x300
আমাদের অনেকের আত্নীয় দেশের বাইরে থাকে । তারা যা রোজগার করে তার অধিকাংশই দেশে পাঠিয়ে দেয় । আবার দেশে আসার সময় কিছু মুদ্রা সঙ্গে নিয়ে আসে । কিন্তু তারা এই মুদ্রা কে বাংলাদেশী টাকায় পরিবর্তন করতে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে যায় । আর প্রতিষ্ঠান তাদের কাছ থেকে অনেক সময় কম দামে কিনে নেন ।
আজ যে সফটওয়ারের লিংক দিবো তা থেকে আপনারা দেশ-বিদেশ থেকে যেকোন Android ফোনের মাধ্যমে মুদ্রার দাম জানতে পারবেন খুব সহজে ।
অনেকে বৈদেশিক মুদ্রা বাসায় রেখে দেন । কারন যখন মুদ্রার দাম বাড়বে তখন বিক্রি করবেন আর প্রতিদিন দোকান বা ব্যাংক এ ফোন করে বা নিজে গিয়ে দাম জানার চেষ্টা করেন । কিন্তু এখন আর কষ্ট করে কোথাও যেতে বা ফোন করতে হবে না । এখন এই সফটওয়ার থেকেই জানতে পারবেন কোন মুদ্রার দাম কতো আছে ।
এখান থেকে ১৫০ টি দেশের মুদ্রার বর্তমান দাম জানতে পারবেন ।
তাই দেরি না করে এখনই এই লিংক থেকে ডাউনলোড (Download) করুন ।
Currency_Exchange লিংক

No comments:

Post a Comment