মোডিফেস: আপনাকে ভিন্নভাবে সাজাতে সবচেয়ে জনপ্রিয় অ্যাপস । জনপ্রিয় ফেইস ডিটেকশন টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন অপশনের মাধ্যমে রুপচর্চাকে সহজ করে তুলেছে এই অ্যাপসটি। বিভিন্ন ধরনের চুলের স্টাইল , ম্যাক আপ এমনকি বিভিন্ন জনপ্রিয় ব্যাক্তিদের স্টাইলে আপনাকে কেমন লাগবে তা এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন । আইফোন, অ্যান্ড্রয়েড এবং উইন্ডোস মোবাইলের জন্য এই অ্যাপসটি পাওয়া যাবে ।
ডাউনলোড লিংক : অ্যান্ড্রয়েড , আইফোন, উইন্ডোস মােবাইল
মিরর অ্যাপস : আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরাকে ব্যবহার যোগ্য আয়নায় পরিনত করবে। লাইট, জুম ইত্যাদি সুবিধা সহ এই অ্যাপসের মাধ্যমে আপনার মোবাইলটি ফ্রন্ট ক্যামেরায় পরিণত হবে । রাতেও আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন ।
ডাউনলোড লিংক : অ্যান্ড্রয়েড, আইফোন, উইন্ডোস
বিউটিস্ট্যাইলিশড : পিনটারেষ্টের মত বিভিন্ন ধরনের রূপচর্চার পণ্য এবং ফ্যাশন নিয়ে আলোচনা। এই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ধরনের রুপচর্চার নতুন পণ্য, টিউটোরিয়াল এবং রুপচর্চায় আগ্রহীদের সাথে সোশ্যাল নেটওয়ার্কের মত যোগাযোগ করতে পারবেন ।
ডাউনলোড লিংক : অ্যান্ড্রয়েড, আইফোন
বিউটি গাইড: নাম শুনেই বুঝতে পারছেন এই অ্যাপসটি সম্পর্কে। লম্বা ও চুলের যত্ন, চুল পড়া কমানোর বিভিন্ন টিপস. পিম্পল,ডার্ক সার্কেল , শুষ্ক বা তৈলাক্ত ত্বকের বিভিন্ন টিপস সহ বিভিন্ন ধরনের পরামর্শ পাওয়া যাবে এই অ্যাপস এ।
ডাউনলোড লিংক : অ্যান্ড্রয়েড
বিউটি নেইল: সৌন্দর্য্যের একটি অংশ নখ । এই অ্যাপসের মাধ্যমে নখের বিভিন্ন স্টাইল এবং টিপস পাওয়া যাবে। এই অ্যাপসে সুরক্ষিত বিভিন্ন ধরনের স্টাইল থেকে আপনি আপনার পছন্দের স্টাইলটি বেছে নিতে পারবেন ।
ডাউনলোড লিংক : অ্যান্ড্রয়েড
আর বিউটিপার্লারের নির্ভরশীল না হয়ে নিজেই হয়ে উঠুন বিউটি এক্সপার্ট। ঘরে বসেই করুন ম্যাকআপ।
No comments:
Post a Comment